আদালতে হাজিরা দিতে এসে বাচ্চা চুরি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালতে একটি মামলার হাজিরা দিতে এসে বাচ্চা চুরি করে পালিয়েছেন সোহেল নামে এক যুবক (২৯) ও তার স্ত্রী সুমি (২৭)। বুধবার (১৩ এপ্রিল) সকালে রউফাবাদের রাজা মিয়ার কলোনীতে এই ঘটনা ঘটে। অপহরনের ঘটনায় সোহেলকে সাহায্য করেছে সোহেলের মা খোরশেদা বেগমও (৫৫)।
শনিবার (১৬ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত শিশু উদ্ধার ও তিন আসামি গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে পুলিশ। উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মোখলেছুর রহমান বলেন, আসামি সোহেল একটি মামলায় সাক্ষী দিতে এসেছিলেন।
স্বামী স্ত্রী দুজনের পরামর্শমতে ১৮ মাস বয়সের ভিক্টিম আরজুকে অপহরন করে হবিগঞ্জে পালিয়ে যায়। ঘটনার দিন আরজুর মা মুক্তা বেগম তাকে তার বড় বোন নাজমা আক্তারের কাছে রেখে যায়। নাজমাও ১২ বছরের শিশু। নাজমার অগোচরে কোন এক ফাঁকে আসামি সুমি আরজুকে নিয়ে পালিয়ে আমিন কলোনীতে আগে থেকে অবস্থান নেওয়া তার স্বামী-শাশুড়ির কাছে চলে। পরে তিনজনেই একসাথে চট্টগ্রাম ছাড়েন।
ডিসি মোখলেছুর রহমান আরও জানান, বাচ্চা অপহরনের পর তারা কেউ নিজ নিজ প্রকৃত ঠিকানায় যান নি। গ্রেফতার এড়াতে হবিগঞ্জের মাধবপুর থানার খবরা নামক গ্রামে গিয়ে আত্মগোপন করে। পুলিশ সেখান থেকে ভিক্টিম উদ্ধারর্পূবক তাদের গ্রেফতার করে।