The Latest Technology Updates Here

জানা গেছে উত্তরায় গার্ডার পড়ে নিহতদের নাম পরিচয়, ৫ জনই একই পরিবারের

রাজধানীর উত্তরায় বিআরটির উন্নয়ন প্রকল্পের ভায়াডাক্ট (গার্ডার) এর একটা অংশ সোমবার (১৫ আগস্ট) বিকালে একটি প্রাইভাটকারের উপরে পড়ে। এতে গাড়িটিতে থাকা ৭ জনের মধ্যে ৫ জন মারা গেছেন।
ঘটনায় ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও একজন পুরুষ সদস্য রয়েছেন। গাড়িটি কেটে মরদেহ বের করা হয়েছে। যারা সবাই একই পরিবারের সদস্য। যে দুজন বেঁচে আছেন তারা নবদম্পতি।

নিহতরা হলেন- রুবেল (৬০), মোছা. ফাহিম (৩৭) ঝর্ণা (২৮), জান্নাতুল (৬) ও জাকারিয়া (৪)। তারা বিমানবন্দরের কাউলা থেকে প্রাইভেটকারযোগে আশুলিয়া যাচ্ছিলেন। এসময় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

মারা গেছেন মা, খালা, খালাতো ভাই-বোন ও শ্বশুর। নিহত কয়েকজনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানায়। একজনের বাড়ি শরিয়তপুর সদরের ঢালী বাজার এলাকায়।

উত্তরার জসীমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়ির রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।

উত্তরা (পশ্চিম) থানার ওসি মো. মুহসীন জানান, ‘প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে উত্তরার এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান; আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Comments are closed.