Uncategorized

মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে শিশু

সিলেটের বিশ্বনাথে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে এক বছরের কন্যাশিশু। ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। .

শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পশ্চিমের হাওরে নৌকা ডুবলে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এ প্রতিবেদন লেখার সময় শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর রাতে মোবাইল ফোনে জানান, প্রায় ২-৩ দিন আগে ওই মেয়েটি অসুস্থ হলে তার মা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়।

এসময় মেয়ের মা নৌকায় করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে নৌকা ডুবে গেলে পানির স্রোতে মায়ের হাত থেকে চলে যায়। মেয়েটি এখনো নিখোঁজ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.