শার্শার ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি ও সহযোগী আটক
যশোরের শার্শার বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগি আসানুরকে আটক করেছে র্যাব। রবিবার (২৬ জুন) ভোরে তাদেরকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
আটক হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আঃ রশিদের ছেলে।র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদে র্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়।
তাদেরকে প্রথমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরে সেখান থেকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।উল্লেখ্য গত মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্যকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এবং এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।