চুয়াডাঙ্গায়, এক, বছর বয়সী শিশুর কা’মড়ে একটি সাপের বা’চ্চার মৃ’ত্যুর কথা জানিয়েছে পরিবার। সদর উপজেলার উজলপুর গ্রামের,, বিলপাড়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘ’টনা, ঘ’টে।
জান্নাতুল, ফেরদৌস নামের শি’শুটির বাড়ি বিলপাড়া গ্রামে। তার বাবা, রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন। শিলা নিউজবাংলাকে, বলেন, ‘সকালে দেড় বছর বয়সী চাচাতো ভাই কা,উসারের, সঙ্গে
জান্নাতুল ঘরে, বসে, খেলছিল। খেলতে খেলতে দুজনই খাটের, নিচে,, চলে যায়। ‘খাটের নিচে থাকা একটা সা’পের বা’চ্চাকে, ধরে দুই জায়গায় কা’মড় দিয়ে র’ক্ত বে’র করে দেয় জান্নাতুল।
এরপর সা’প হা,তে, নিয়েই, খাটের নিচ থেকে বের হয়ে আসে।’ প্রায়, আধ, হা,ত, লম্বা সা’পের মৃ’ত বাচ্চা ও জান্নাতুলকে, নিয়ে দ্রুত হা’সপা’তালে যান পরিবারের সদস্যরা। তাদের দাবি এটি গোখরা সা’পের বা’চ্চা।
একই, কথা, বলেন সদর হা’সপা’তালের চি’কিৎসক মাহবুবুর, রহমান মিলন। শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মি’লন, বলেন, ‘শিশুটিকে সা’পের বা’চ্চা কা’মড় দিয়েছে কি না তা ভালোম,তো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নি,য়ে আমরা
পর্যবেক্ষণ, করছি। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জ’টিলতা, আমি, দেখিনি। মৃত সাপের বা’চ্চাটি হা’সপাতালে, আ,না হয়েছিল।
দেখে, গোখরা,র বা’চ্চা, বলে, মনে হয়েছে।’ তবে সাপটি ঘরগিন্নী, বলে, নিউজবাংলাকে, নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে,র, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি, বলেন, ‘এটি ঘরগিন্নী বা Common wolf Snake। সা’পটি, নির্বিষ এবং প্রাপ্তবয়স্ক। সাধারণত মানুষের, বসতির, আ,শেপাশে চলাফেরা করতে দেখা যায়। ছবি, দেখে, মনে, হচ্ছে, সাপটি খো’লস পাল্টাচ্ছিল।
এ, সময়, সা’প অনেক না’জুক অবস্থায় থাকে। ঘরগিন্নী সাধারণত, মানুষকে কা’মড়ায় না। আর কামড়ালেও নি’র্বিষ হওয়ায় ক্ষ’তির সম্ভাবনা নেই।’