সানাই মাহবুব বিয়ে করেছেন কেনো? হটাৎ করেই?
গত, বছ,র অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আলোচিত, মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তারপর থেকে,ই আর
আলোচনা,য় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও, আগের মতো আর সরব নেই তিনি। তবে নতুন খবর, হচ্ছে,
শুক্রবা,র (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত এই মডেল। তার, বর আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে, কর্মরত
আছেন। আবু, সালেহ, নীলফামারী,, জেলার কিশোরগঞ্জ উপজেলার, বাহাগিলি, ইউনিয়,ন দক্ষিণ দুরাকুঠি এলাকার বাসিন্দা। তার
বাবার, নাম, আনছার আলি। বিয়ে হয়েছে নীলফামারী জেলা, শহরের, বাবুপাড়াস্থ সানাইয়ের বাবা মোহাম্মদ মাহবুব হোসেনের
বাসায়। এর, আগে, ২০১৯ সালে সানাই সাবেক এক মন্ত্রীকে, বিয়ে, করছেন বলে খবর প্রকাশ হয়েছিল। সে সময়, একটি
বছর, অভিনয়, ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর, ঘোষণা, দিয়েছিলে,ন তিনি। তারপর থেকেই হিজাব, পরে, সামাজিক, যোগাযোগমাধ্যমে উপস্থিত হতে দেখা, যেত, তাকে।