টাঙ্গাইলের মির্জাপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে সামিয়া আক্তার (৪) ও সিফাত মিয়া (৫) নামে দুই শি’শুর মৃত্যু হয়েছে।বুধবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। সামিয়া থলপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে এবং সিফাত একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশেই খেলা করছিল সামিয়া ও সিফাত। খেলতে খেলতে বাড়ির পাশে পাকা রাস্তায় চলে গেলে পাশেই পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে খুঁজতে নামেন গ্রামের কয়েকজন।
তাহাজ্জুদ নামাজ শেষে করে কালেমা পড়তে পড়তে যুবকের মৃত্যু হয়েছে!
ঢাকার ধামরাইয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় মো. ফরহাদ হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটেছে। ফরহাদ হোসেন ধামরাই পৌর শহরের বরাতনগর মহল্লার বাসিন্দা ও ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক।
এলাকাবাসী জানান, কুমিল্লা জেলা সদরের বাসিন্দা মো. ফরহাদ হোসেন ঢাকা জেলার ধামরাইয়ে স্বনির্ভর বাংলাদেশ আন্দোলন নামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। এনজিওর সুদের ব্যবসার কারণে ফরহাদ ওই এনজিওর চাকরি ছেড়ে দেন।